মণিরামপুরে মুজিব বর্ষ জাতীয় কাবাডি-২০২০ প্রস্তুতিমুলক প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা বিকেলে মণিরামপুর সরকারী পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বালিকা বিভাগে কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫১ পয়েন্ট পেয়ে কালারহাট মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে উপজেলা পর্যায়ে শ্রেষ্ট হয়। অপর দিকে বালক বিভাগে নেহালপুর স্কুল এ- কলেজ ৫০ পয়েন্ট পেয়ে ইত্যা মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় ও মণিরামপুর থানার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যশোর জেলা পুলিশ সুপার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মঈনুল হক বিপিএম (বার)। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, অতিরিক্ত পুলিশ সুপার আবু নাসের, রাকিব হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিকাশ চন্দ্র, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহাম্মেদ লিটন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক, প্রেসব্লাবের সম্পাদক মোতাহার হোসেন, মণিরামপুর সরকারী পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপন কুমার, সহকারী প্রধান শিক্ষক খায়রুল ইসলাম, প্রণয় কুমার হালদার, থানার কর্মকর্তা ইনচার্জ রফিকুল ইসলাম, এসআই দেবাশিষ মন্ডল, খান আবদুর রহামান প্রমুখ।