বগুড়ায় মানবিক মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র ব্যবস্থাপনায় জেলা শিল্পকলা একাডেমি বগুড়া’র আয়োজনে অনুষ্ঠিত হয়। মানবিক মূল্যেবোধের সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় বঙ্গবন্ধুকে উৎস্বর্গীকৃত পুষ্পকানন নির্মাণ এর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। জেলা কালচারাল কর্মকর্তা মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু, টি এম এস এস পাবলিক স্কুল এ- কলেজের অধ্যক্ষ মোঃ মহসীন আলী, ইউনিক পাবলিক স্কুল এর চেয়ারম্যান মোঃ তনছের আলী প্রাং, সুবিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম রহমান রয়েল। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষকবৃন্দ, অফিসের কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অবিভাবক মন্ডলী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক সহ সর্বস্তরের জনসাধারন। মানবিক মূল্যেবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কণ, পোস্টার অঙ্কন এ অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন। শেষে মূল্যবোধের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।