প্রথম শ্রেণির ক্রিকেটে ৬০০ উইকেট ছোঁয়ার ম্যাচটি দারুণ বোলিংয়ে স্মরণীয় করে রাখলেন আবদুর রাজ্জাক। প্রথম ইনিংসে ৭ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে এই বাঁহাতি স্পিনার নিয়েছেন ৫ উইকেট।
মিরপুরে জাতীয় লিগের ম্যাচটির প্রথম দিনে খুলনার হয়ে রংপুরের বিপক্ষে শনিবার ৬৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন রাজ্জাক। দ্বিতীয় ইনিংসে রোববার বিকেলে নেন ৩ উইকেট। সোমবার ইনিংস শেষ করেন ৭১ রানে ৫ উইকেট নিয়ে। এই নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে মোট ৪০ বার ইনিংসে ৫ উইকেট নিলেন রাজ্জাক। ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার ম্যাচে মোট ১২ উইকেট নিয়েছেন ১৪০ রান দিয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে ম্যাচে ১০ উইকেট শিকার করলেন এই নিয়ে ১১ বার। তার উইকেট সংখ্যা, ৫ ও ১০ উইকেট শিকার, সবই বাংলাদেশের ক্রিকেটে রেকর্ড।