১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান। সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) আবু মারুফ হোসেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম-সেবা, রংপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট দিলশাদ মুকুল, রংপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল, প্রচার সম্পাদক রোজি রহমান, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, লেখক প্রফেসর শাহ আলম, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনোয়ার হোসেন, রংপুর ফটো জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম জীবন প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও সংগঠন এবং সাহিত্য-সংস্কৃতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় সরকারি নিয়মঅনুযায়ী বিজয় দিবস পালনের সিদ্ধান্ত এবং সেই অনুযায়ী বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। প্রতিবারের মতো এবারো নগরীর মডার্ণ মোড় এর অর্জন ও সুরভী উদ্যানের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী সকালে জানানোর সিদ্ধান্ত হয়।