রংপুরে পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক স্কুল ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে, জাইকার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট অফ সিটি করপোরেশন (সিফোরসি) প্রকল্পের সহযোগিতায় মহানগরীর আলমনগর কলেজ রোডস্থ আলমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যালয় ও আদর্শ কিন্ডার গার্টেনে অনুষ্ঠিত হয় এ পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ক স্কুল ক্যাম্পেইন প্রোগ্রাম।
জাইকা’র সিফোরসি প্রকল্পের টিম লিডার মিষ্টার টাইসুকে টকোকা এবং ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুর রহমান মঞ্জু যৌথভাবে এ স্কুল ক্যাম্পেইন প্রোগ্রামের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় পরিস্কার-পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের যৌথভাবে অবহিত করেন জাইকার টিসিপি’র সিটি গর্ভনেন্স স্পেশালীষ্ট ব্রজ কিশোর ত্রিপুরা ও রংপুর সিটি কর্পোরেশনের স্কুল পরিদর্শক দেবব্রত কুমার শর্মা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক মনিরা পারভীন, আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রহমত আলম, সহকারী প্রধান শিক্ষক আবদুল মালেক, সিনিয়র শিক্ষক আফজালুল হক, রাশেদা ইয়াসমিন, আব্দুল্লাহ আল হারুন, রংপুর সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি শাখার জোন-২এর কর্মকর্তা মোঃ হাসান রাহী।