কুমিল্লার হোমনায় অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখা এবং ওজনে কারচুপির অপরাধে তিন বেকারি মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকেলে উপজেলার শ্রীমদ্দি এলাকায় তিন বেকারিতে ভ্রাম্যমাণ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করে ওই অর্থদ- দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা। সঙ্গীয় পুলিশ ফোর্সসহ সঙ্গে ছিলেন বিএসটিআই এর পরিদর্শক আনিছুর রহমান ও ফিল্ড কর্মকর্তা জিয়াউল হক। জরিমানাপ্রাপ্তরা হলেন হাজী বাচ্চু বেকারির রায়হান সজিব ৩০ হাজার টাকা, ভাই ভাই বেকারির আল আমিন ৩০ হাজার টাকা এবং রাজধানী বেকারির এরশাদ উল্লাহকে ১০ হাজার টাকা জরিমনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাপ্তি চাকমা জরিমানার বিষয়টি নিশ্চিত করে বলেন, অস্বাস্থকর ও নোংরা পরিবেশে ব্রেড, বিস্কুটসহ খাদ্যসামগ্রী তৈরি করছিল। এছাড়াও ওজনে কারচুপি করে মানুষকে ঠকাচ্ছিল।