দেবহাটায় জমিদার ফনীভূষন মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় দেবহাটা ফুটবল একাদশের সার্বিক ব্যবস্থাপনায় দেবহাটার রুপকার প্রজাহিতৈষি জমিদার ফনীভূষন মন্ডল স্মৃতি আটদলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক আনোয়ারুল হক। এ সময় অন্যান্যের মধ্যে দেবহাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, দেবহাটা ক্রীড়া সমিতির সাধারন সম্পাদক সাবেক প্রধান শিক্ষক আফছার আলী মাষ্টার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক জিন্নাত আলী, দেবহাটা উপজেলা রেফারী অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মিজানুর রহমান প্রমুখ। উদ্বোধনী খেলায় একদিকে অংশগ্রহণ করেন দেবহাটা বন্ধুমহল ফুটবল একাদশ ও অন্যদিকে অংশগ্রহণ করেন আশাশুনির বাকড়া ফুটবল একাদশ। খেলায় রেফারী হিসেবে দায়িত্ব পালন করেন তৌহিদুল ইসলাম সুজন। আর তাকে সহযোগী রেফারী হিসেবে ছিলেন ফারুক হোসেন ও আরিফুল ইসলাম রিংকু।