পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে নগরীতে এক বন্ধুর ছুরিকাঘাতে অপর বন্ধু নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর আমানতগঞ্জ এলাকার কসাই বাড়ির পুল সংলগ্ন গোডাউনের সামনে। ছুরিকাঘাতে নিহত রুহুল আমিন (২৪) নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকার বাসিন্দা এবং বাজার রোডের প্রিয় ভান্ডারের কর্মচারী। তিনি ভোলা সদর উপজেলার ধীঘলদী গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
হামলাকারী সুমন আমনতগঞ্জ ইসলামিয়া কলেজের পেছনে মসজিদ সংলগ্নের বাসিন্দা মকবুল হোসেনের পুত্র এবং পেশায় সে একজন প্রাইভেট কার চালক। তার গ্রামের বাড়ি পটুয়াখালী। ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের বন্ধু সোহাগ মিয়া জানায়, রুহুল আমিনের কাছ থেকে তার বন্ধু সুমন দীর্ঘদিন পূর্বে ২০ হাজার ধার নেয়। সোমবার সকালে রুহুল আমিন মোবাইল ফোনে সুমনের কাছে তার পাওনা টাকা ফেরত চায়। এ সময় তাদের দুইজনের মধ্যে বাগ্বিতন্ডা হয়। পরবর্তীতে বিকেল সাড়ে তিনটার দিকে আমানতগঞ্জ কসাইবাড়ির পুল এলাকায় তাদের দুইজনের দেখা হয়। সেখানে পুর্নরায় তাদের কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায় সাথে থাকা ধারালো ছুরি দিয়ে রুহুল আমিনের হাতে ও গলায় কোপ দিয়ে সুমন পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থাকা সোহাগ ও রিপন মুমূর্ষ অবস্থায় রুহুল আমিনকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নিহতের শ^শুর শফিউল ইসলাম জানান, রুহুলের ১৪ মাসের একটি পুত্র সন্তান রয়েছে। ইতঃপূর্বে সে ঢাকায় চাকরি করতো। সেখান থেকে বরিশালে এসে বাজার রোডে চাকরি নেয়। রুহুল ও সুমন একে অপরের বন্ধু ছিলো। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম বলেন, নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি হত্যাকারী সুমনকে গ্রেফতারসহ হত্যার কাজে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।