হাতের মেহদী না শুখাতেই বগুড়ায় টাকার দাবীতে পুলিশের এক এসআই কর্তৃক শারীরিক নির্যাতন ও বেধড়ক মারপিটের কলেজছাত্রী তরুনী বধু হাসপাতালে ভর্তি হবার ঘটনা ঘটেছে। মা ও পিতার অমতে প্রেমিককে বিয়ে করায় আপস মিমাংসা করায় টাকার দাবীতে মনিরা আকতার (২০) নামের এক সদ্য বিবাহীতা তরুণী আহত হয়েছেন। তাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।। তার শারীরীক আঘাত বেশ গুরুতর বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং তার স্বামী ইমরান হোসেন।
ঘটনার বিবরণ দিয়ে সোমবার দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন মনিরা আমাদের সময় ডট কম’কে বলেন, তিনি সম্প্রতি গাবতলীর ফজিলা আজিজ মেমোরিয়াল টেকনিক্যাল কলেজে পড়াশোনাকালে একই উপজেলার সোনারায় ইউপির মধ্যখুপি গ্রামের ইমরান হোসেনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তবে এতে তার বাবা জাহিদুল ইসলামের সম্মতি না থাকায় তার প্রেমিকের নামে গাবতলী থানায় লিখিত অভিযোগ করে ইমরাণের বিরুদ্ধে।
অভিযোগের তদন্তভার পেয়ে তদন্তকারী কর্মকর্তা সিসাবে গাবতলী থানার এসআই রিপন মিয়া অভিযোগটির তদন্তভার লাভ করে। তদন্ত কাজের অংম হিসেবে সে ইমরাণ ও মনিরার সাথে সাক্ষাৎকরে প্রকৃত ঘটনা জানতে পেরে বিষয়টি ঝুলিয়ে রেখে অভিযোগকারী মনিরার বাবা জাহিদুল ও প্রেমিক ইমরান দুজনের কাছ থেকেই মাঝে মাঝেই টাকা হাতিয়ে নিতে থাকে।
একপর্যায়ে নভেম্বরের ১তারিখে নিজেদের সম্মতিতে মনিরা ও ইমরান জুটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ইমরানের গ্রামের বাড়িতে বসবাস শুরু করে। খবরটি জানতে পেরে তদন্তকারী পুলিশ কর্মকর্তা এসআই রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে ৩ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে ইমরানের বাড়িতে উপস্থিত হয়ে ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে প্রবেশ করে নববিবাহিত দম্পতির ঘরে।
পরে এসআই রিপন মনিরার বাবার অভিযোগের তদন্তকারী হিসেবে কেন তাকে না জানিয়ে বিবাহ সম্পন্ন করা হল তা’ জানতে চান মনিরার কাছে। মনিরা কারণ জানালে ,ক্ষুব্ধ হয়ে এসআই রিপন মিয়া বলেন, ঠিক আছে বিবাহ করেছিস ভাল কথা এখন ১০ হাজার টাকা দে মাগি ...না হলে ...।
এতে মনিরা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রিপন মিয়া এতে ক্ষুব্ধ হয়ে মনিরাকে চড় থাপ্পড় কিল ঘুষি মারতে শুরু করেন। এর একপর্যায়ে মনিরাকে লাঠিপেটা করেন তিনি। এ সময় মনিরার স্বামী এমরান তাকে রক্ষা করলে তাকের মারধোর করে পুলিশ।
এসময় চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের লোকজন এগিয়ে আসলে এসআই রিপন মিয়া দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে মাঝরাতেই আহত অবস্থায় মনিরাকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি করান।
শেষ খবর পর্যন্ত বগুড়া শহরের একটি প্রভাবশালী মহল আহত মনিরাকে হাসপাতাল থেকে সরানোর চেষ্টা করছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পাশাপাশি বিষয়টি যেন মনিরা মুখ বন্ধ রাখে তার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।
দুপুরে গাবতলী থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) মনির হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রথমে বিষয়টি অস্বিকার করার চেষ্টা করেন। পরে তিনি এফএনএস’কে জানান, ঘটনাটি খোঁজ খবর করা হবে, এতে এসআই রিপন মিয়া দোষি হলে তাকে বিভাগীয় শাস্তির মুখোমুখি হতে হবে।
পরে এ ব্যপারে গাবতলী সার্কেলের এএসপি সাবিনা ইয়াসমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।