জেএসসি পরীক্ষার্থীকে অপহরনের ঘটনায় সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার দত্তেস্বর গ্রামের।
ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সেলিম বেপারী জানান, তার কন্যা বাবরখানা মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী (জেএসসি পরীক্ষার্থী) মনি আক্তারকে গত ৩০ অক্টোবর সন্ধ্যায় বাড়ির পাশ থেকে অটোরিকসাযোগে অপহরণ করে নিয়ে যায় পাশ্ববর্তী কচুয়া গ্রামের রশিদ কাজীর বখাটে পুত্র মিরাজ কাজী (২১) ও তার সহযোগিরা। পরবর্তীতে বখাটের বাবা রশিদ কাজী মনি আক্তারকে ফেরত দেয়ার কথা বলে নানাতালবাহানা শুরু করে। ঘটনার পাঁচদিন পরেও মনি আক্তারকে ফেরত না দেয়ায় উপায়অন্তুর না পেয়ে সেলিম বেপারী বাদি হয়ে সোমবার দুপুরে বখাটে মিরাজ কাজী ও তার বাবা রশিদ বেপারীর নাম উল্লেখ করে অজ্ঞানামা আরও ৩/৪ জনকে আসামি করে উজিরপুর মডেল থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন। থানার ওসি শিশির কুমার পাল বলেন, আসামিদের গ্রেফতার ও অপহৃতা জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধারের জন্য ইতোমধ্যে পুলিশ অভিযান শুরু করেছে।