অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া ওরফে ল্যাংড়া খালেদ এবং টেন্ডারবাজ জি কে শামীমকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কেরাণীগঞ্জ কারাগার থেকে বেলা ৩ টা খালেদকে দুদকের প্রধান কার্যালের আনা হয়। খালেদকে এবং শামীমকে একই সেলে রাখা হয়েছে। জি কে শামীমকে গতকাল রবিবার থেকেই দুদকের কারাগারে রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কমিশনের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান,অবৈধ সম্পদের বিষয়ে আসামী দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সম্প্রতি খালেদকে অস্ত্রসহ তার গুলশানের বাসা থেকে এবং জি কে শামীমকে তাঁর অফিস হতে গ্রেফতার করে র্যাব।
এর আগে খালেদের গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসায় শুরু হয় অভিযান। দুপুর থেকেই বাড়িটি ঘিরে রাখে র্যাবের শতাধিক সদস্য। একই সময় ফকিরাপুলের ইয়ংমেন্স ক্লাবে ক্যাসিনোতে অভিযান চালায় র্যাব। এই ক্যাসিনোর সভাপতি খালেদ।
এ সময় ক্যাসিনোর ভেতর থেকে নগদ ২০ লাখ টাকা উদ্ধার করে র্যাব। এছাড়া বিপুল পরিমাণ ইয়াবা, মদ, বিয়ার জব্দ করা হয়। অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর মতিঝিল, ফকিরাপুল এলাকায় কমপক্ষে ১৭টি ক্লাব নিয়ন্ত্রণ করেন এই যুবলীগ নেতা। এর মধ্যে ১৬টি ক্লাব নিজের লোকজন দিয়ে আর ফকিরাপুল ইয়াং ম্যানস নামের ক্লাবটি সরাসরি তিনি পরিচালনা করেন। প্রতিটি ক্লাব থেকে প্রতিদিন কমপক্ষে এক লাখ টাকা নেন তিনি। এসব ক্লাবে সকাল ১০টা থেকে ভোর পর্যন্ত ক্যাসিনোতে চলে জুয়া। সেখানে মাদকের ছড়াছড়ি। পাওয়া যায় ইয়াবাও।
এদিকে টেন্ডারবাজির অভিযোগে র্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে জি কে শামীমের অফিসের লোহার সিন্দুক থেকে নগদ অর্থ, চেক বই, এফডিআর ও বিদেশি মুদ্রা পাওয়া যায়। সেখানে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮১ লাখ ২৮ হাজার টাকা ও ৯ হাজার ইউএস ডলার পাওয়া যায়।
এছাড়া আসামির মায়ের নামে ১০টি এফডিআরে ১৬৫ কোটি ২৭ লাখ ৬০ হাজার টাকাসহ ৩৪টি ব্যাংক অ্যাকাউন্ট ও চেক বইয়ের পাতা জব্দ করা হয়। র্যাবের নায়েব সুবেদার মো. মিজানুর রহমান বাদী হয়ে অর্থ পাচার আইনে মামলাটি করেন।
ঘটনার প্রাথমিক অনুসন্ধানে প্রকাশ পায় যে, এসএম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) একজন চিহ্নিত চাঁদাবাজ, টেন্ডারবাজ, অবৈধ মাদক ও জুয়ার (ক্যাসিনো) ব্যবসায়ী হিসেবে পরিচিত।
এঘটনায় দুদকের দায়ের করা অন্য আসামিরা হলেন, (জি কে শামীমের সাত বডিগার্ড) দীর্ঘদিন তাদের নিজ নামে লাইসেন্সকৃত অস্ত্র প্রকাশ্যে বহন, প্রদর্শন ও ব্যবহার করে লোকজনের মধ্যে ভীতি সৃষ্টি করেন।