কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস উপলক্ষ্যে র্যালি ,আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে র্যালিটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আ.লীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ এসএম আরাফাত হোসেন, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাস্টার নূরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক আবদুর রহমান, পৌর আ.লীগের সাধারন সম্পাদক সহিদুল ইসলাম, যুবলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান তুহিনসহ আ”লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ। সভা শেষে শহীদ জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠান অনষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে ফিরোজ আহম্মেদ স্বপন বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাংলাদেশের একটি ক-ূচক্রীমহল মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় জাতীয় চার নেতা তাজউদ্দীন আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচএম কামরুজ্জামান ও এম মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। তিনি আরও বলেন, আজকের দিনে এই শোককে শক্তিতে পরিণত করে জননেত্রী ’প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।