কলারোয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক ভাবে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের নেতৃত্বে পশুহাট মোড়ে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর নেতৃত্বে সরকারী কলেজ মোড়ে বিশ^াস মার্কেটে চত্বরে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার পৌর সদরের পশুহাট মোড়ের আ.লীগের অফিস চত্বরে আলোচনা সভায় উপজেলা আ.লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা আ.লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ¦ খায়বার হোসেন, কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আবদুল হামিদ সরদার, এসএম মনিরুল ইসলাম, মাস্টার নুরুল ইসলাম, আসলামুল আলম আসলাম, মাহবুবর রহমান মফে, শেখ ইমরান হোসেন, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আবদুর রহমান, সদস্য সরদার আনছার আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা স্বেচ্ছেসেবকলীগের আহ্বায়ক আশিকুর রহমান মুন্না, ইউনিয়ন আ.লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সভাপতি রাম প্রসাদ দত্ত, ইউপি সদস্য আলহাজ¦ নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মফিজুল ইসলাম প্রমুখ। অপরদিকে সরকারী কলেজ মোড়ে বিশ^াস মার্কেটে চত্বরে কলারোয়া পৌর আ.লীগের সভাপতি আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। উপজেলা আ.লীগের সাবেক আহ্বায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, সাংগাঠনিক সম্পাদক সম মোরশেদ আলী ভিপি, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, শেখ জাকির হোসেন, ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টোলাল গাইন, অধ্যাপক এমএ কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনীন খুকু, শ্রমিকলীগ সভাপতি আবদুর রহিম, সিদ্বেশ্বর চক্রবর্তী, মাস্টার ইলিয়াস হোসেন, মোস্তাফিজুর রহমান মোস্ত সহ আ.লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।