ভান্ডারিয়া আ.লীগের ও মুক্তিযোদ্ধা যথাযোগ্য মর্যদায় জেলহত্যা দিবস পালন করেছেন। সকালে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় ও আ.লীগ কার্যালয় জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। সন্ধ্যায় দলীয় কর্যালয় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম মিরাজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফায়জুর রশিদ খসরু জোমাদ্দার, আ.লীগ সহ-সভাপতি মোঃ লিয়াকতহোসেন তালুকদার,জেলা সদস্য নিজামুল হক নান্না, টুঙ্গিপাড়া দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারিক, যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল, পৌর যুব লীগের যুগ্ম আহ্বায়ক মাইনুল হোসেন, ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ান হোসেন রিসান প্রমূখ।