আশাশুনি উপজেলার তেঁতুলিয়ায় শ্যালকের হাতে ভগ্নিপতির মৃত্যু ঘটনায় ভগ্নিপতিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীকে ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে।
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে পাওনাদার নিহতের শ্যালক মিত্র তেঁতুলিয়া গ্রামের গৌরপদ সানার পুত্র ধীরশান্ত শনিবার বিকালে ভগ্নিপতি ঝিকরা গ্রামের মৃত কানাই লাল সরকারের পুত্র পঞ্চরাম সরকারকে বেদম মারপিট করে। শ্যালকের লাথির আঘাতে ভগ্নিপতি পঞ্চরাম ঘটনাস্থনেই নিহত হন। মৃত্যুর ঘটনায় নিহতের স্ত্রী জবা রানী সরকার বাদি হয়ে আশাশুনি থানায় ধীরশান্তকে আসামি করে ২(১১)১৯ নং হত্যা মামলা দায়ের করেছেন। আশাশুনি থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) আবদুস সালাম জানান, ঘটনার পর থেকে মামলার আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাকে ধরার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।