আম্পায়ারদের চোখে সন্দেহজনক মনে হলেও পরীক্ষাগারে দেখা গেল, বল করার সময় নির্ধারিত মাত্রাতেই বাঁকা হচ্ছে কনুই। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করায় তাই আর কোন বাধা থাকছে না কেন উইলিয়ামসনের। ইংল্যান্ডের এক পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেওয়ার পর নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলেছে নিউজিল্যান্ড অধিনায়কের। অ্যাকশনে পরিবর্তন না এনেই বোলিং চালিয়ে যেতে পারবেন তিনি। গত অগাস্টে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হন উইলিয়ামসন। সেই ম্যাচে তিন ওভার বল করেছিলেন তিনি। লাফবোরোয় গত ১১ অক্টোবর উইলিয়ামসনের অ্যাকশন পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায়, সবগুলো ডেলিভারিতে তার কনুই ১৫ ডিগ্রি সীমার মধ্যে বাঁকা হচ্ছে। এর আগে ২০১৪ সালে সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছিলেন উইলিয়ামসন। সে দফায় আবারও বোলিংয়ে ফিরতে অ্যাকশন পাল্টাতে হয়েছিল তাকে। নিতম্বের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না অভিজ্ঞ এই ক্রিকেটার।