দিনাজপুরের ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে র্যালী,আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ৪টায় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক বেলাল মন্ডলের সভাপতিত্বে একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে বেলাল মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রবিণ আওয়ামী লীগ নেতা আঃ হামিদ মাষ্টার,পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আসাদুজ্জামান ভুটটো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ লতিফ খান, থানা আওয়ামী লীগের সদস্য আঃ রহিম,জাতীয় শ্রমিক লীগের সভাপতি এনামুল কবির মিন্টু প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন আব্দুল্লাহেল সাফি। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন রুবেল সওদাগর।