একদফা দাবিতে অচল পাবিপ্রবির ক্যাম্পাস। ক্লাস ও পরিক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে ক্যাম্পাসে। দূর্ণীতি ও অনিয়মের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. এম রোস্তম আলীসহ প্রশাসনের সকল কর্মকর্তার পদত্যাগের এক দফা দাবীতে উপাচার্যের বাসভবন ঘেরাও করে শিক্ষার্থীরা। গত এক সপ্তাহ ধরে চলা এই আন্দোলনের ফলে অচল অবস্থা বিরাজ করছে ক্যাম্পাসে। রোববার জেল হত্যা দিবসের জন্য আন্দোলন কর্মসূচি সাময়িক ভাবে বন্ধরাখে শিক্ষার্থীরা। তবে একদফা দাবি থেকে সরে আসেনি আন্দোলন কারীরা। আগামীকাল থেকে আবারো মাঠে থাকবেন বলে জানিয়েছেন তারা। এমন অবস্থায় ঢিলেঢালা ভাবে চলছে প্রশাসনিক কার্যক্রম।
এদিকে চলমান এই আন্দোলন এবং অস্তিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে গতকাল রাতে ভিসির বাস ভবনে প্রক্টরিয়াল বডি, সকল অনুষদের ডিন, প্রভোস্ট, ছাষ্ট্রত্র উপদেষ্টাদের নিয়ে জরুরী বৈঠকে বসেছেন উপাচার্য।
এদিকে দাবি দাওয়ার বিষয় নিয়ে শিক্ষার্থীদের সাথে রাতে আলোচনার কথা থাকলেও শেষ পর্যন্ত ভিসি আর তাদের সাথে কোন আলোচনায় বসেনি বলে জানিয়েছেন ছাত্র প্রতিনিধিরা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান ভিসি স্যার আমাদের কথা এবং আন্দোলনের বিষয়ে কোন গুরত্ব দিচ্ছে না। তিনি তার সিদ্ধান্তে অটল রয়েছেন। আমরাও আমাদের দাবি বিষয়ে অনর রয়েছি। একদফা দাবিতেই আমাদের আন্দোলন চলবে।
এদিকে সকালে ক্যাম্পাসে গিয়ে দেখাযায় বিশ^বিদ্যালয়ে মুল ফটক বন্ধ রয়েছে। সকল বিভাগের ক্লাস বন্ধ রয়েছে। শুধু প্রশাসনিক দপ্তরে ঢিলেঢালা ভাবে চলছে কার্যক্রম। শিক্ষার্থীদের যাতাযাতের জন্য পরিবহন বন্ধ রয়েছে। অঘোষিত ভাবে বন্ধ হওয়া কথা শিক্ষার্থদের কাছে পৌছালে তারা অনেকেই হল ছেড়ে বাসাতে যেতে দেখাযায়। তবে গোপন সূত্রে জানা গেছে আগামি ১৫ নভেম্বর পাবিপ্রবির ভর্তী পরিক্ষা তারিখ থাকার দরুন সকল বিভাগের ক্লাস এবং বিভাগীয় পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত দিয়েছেন ভিসি।
চলমান পরিস্থিতি নিয়ে পাবিপ্রবির প্রক্টর ড, প্রতীম কুমার দাস তিনি বলেন, বিশ^বিদ্যালয়ে এই পরিস্থিতির বিষয় নিয়ে উপাচার্য মহদয় স্যার জরুরী ভিত্তিতে সকল অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও শিক্ষক সমিতির সভাপতিদের নিয়ে মিটিং করেছেন। তাদের উপর দায়িত্ব প্রদান করেছেন স্যার। সমস্যা সমাধানের জন্য তারা ছাত্রদের সাথে আলোচনায় বসবেন বলে জানান তিনি।
কথা বলেন পাবিপ্রবির মানবিক ও সামাজিক অনুষদের ডিন ড. মোঃ হাবিবুল্লার সাথে তিনি বলেন, রাতে ভিসি স্যারের বাস ভবনে সকল অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, ছাত্র উপদেষ্টা এবং শিক্ষাক সমিতির সভাপতিদের নিয়ে বৈঠক করেছেন। দশ সদস্য বিশিষ্ট এই কমিটির সমন্বয়ক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মোঃ সাইফুল ইসলাম। তিনি সকলকে সাথে নিয়ে সমস্যা সমাধানের জন্য ছাত্রদের সাথে কথা বলবেন। তবে গতকাল রাতে আমরা ছাত্রদের সাথে আলোচনায় বসার জন্য তাদের বলে ছিলাম। ছাত্ররা ভিসি স্যার ছাড়া বসতে রাজি হয়নি বলে জানান তিনি।