যুক্ত করো হে সবার সঙ্গে-মুক্ত করো হে বন্ধ" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুর সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নবীন বরন,আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২০১৯ সালের এইচএসসি ও এইচএসসি (বিএম) শ্রেনির নবাগত ছাত্রীদের নবীন করে নেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
অধ্যক্ষ মিসেস নাহিদা ইয়াসমিন এর সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ বিদ্যাবিথী উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সভাপতি মিসেস রাকিবা নাসরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারীনেত্রী হাসরাত খান সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।
প্রধান অতিথি বলেন,আজকের শিশুরাই আগামি দিনের ভবিষ্যত, শিক্ষা-দীক্ষায় তোমরাই এগিয়ে নিবে দেশকে,তোমাদের হাতেই আগামীর দেশ। তোমাদেরকে তাই সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।আগামীতে যতজন ভাল রেজাল্ট করবে ততজনকে আমি ব্যাক্তিগত ভাবে পুরস্কৃত করবো।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।