গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম বলেছেন, “ঘরে-ঘরে স্বাস্থ্যা সেবা নিশ্চিত করতে হবে”প্রধান মন্ত্রীর স্বাস্থ্য নীতি মালার এ শ্লোগনকে বাস্তবায়িত করতে করতে হবে এবং অসহায় ও দুস্তু মানুষের মাঝে স্বাস্থ্য সেবা নিশ্চিৎ করতে হবে। এনেসথেসিয়া বিষেশঞ্চ ডাক্টারের অভাবে সরকারি হাসপাতালে অপরেশন বন্ধ থাকা উচিত নয়, সারা দেশেই এ বিষেশঞ্চ ডাক্টার অভাব রয়েছে তার পরেও দেশের অনেক সরকারি হাসপাতালে সির্জারিয়ানসহ সব ধরণের অপারেন হচ্ছে। নেছারাবাদ হাপাতালে অপারেশনের যথেষ্ঠ যন্ত্রাংশ থাকলে অপারেশ চালু করতে হবে। স্বাস্থ্য খাতে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। হাসপাতালে কোনো দালাল থাকতে পারবে না। হাপাতালের এ্যাম্বুলেন্স সমস্য সমাধান করা হয়েছে, ডাক্টর, জরার্জীণ ভবন ও পরিক্ষা-নিরীক্ষার পর্যায় ক্রমে সব ধরণের সমস্যা সমাধান করা হবে। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা প্রতান্ত মানুষের দ্বোর গোড়ায় পৌছে দিতে বদ্ধপরিকর। তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে প্রথমেই স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পল্লী এলাকাসহ সারা দেশে ১৮ শতাধিক কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন যা ২০০১ সালে জামায়াত-বিএনপি সরকার ক্ষমতায় এসেই সব কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছিলেন। গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায়া প্রধান অথিতির বক্তব্যতায় মন্ত্রী এসব কথা বলেন। উপজেলা স্বাস্থা কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তানবীর আহম্মেদ শিকদারের সভাপতিত্বে কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর- ১ আসনের সাবেক এমপি অধ্যাক্ষ শাহ আলম, জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আবদুল হক,উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুসহ কমিটির নেতৃবৃন্ধ প্রমুখ।