বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। বাংলাদেশের রাজনীতিতে যার অবদান অবিস্মরণীয়। তিনি গুরুতর অসুস্থ।
এই মুহূর্তে তিনি নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ অবস্থায় সাদেক হোসেন খোকার ইচ্ছা অনুরোধ তাকে দেশে ফিরিয়ে আনতে চাই। এ জন্য সরকারের সহায়তা প্রয়োজন। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (০৩ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ অভিযোগ করেন।
কারাবন্দি খালেদা জিয়া এবং দলের ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার আশু রোগ মুক্তি কামনায় এ দোয়া মাহফিল আয়োজন করা হয়।