জেলার হিজলা ও গৌরনদীতে শনিবার রাতে বিদ্যুতস্পৃষ্টে দুই যুবক মারা গেছে। এ সময় আরও তিন যুবক আহত হয়েছে।
জানা গেছে, গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের বাসিন্দা ও গ্রাম পুলিশের সদস্য সরোয়ার আলমে পুত্র নাজমুল হোসেন সিকদার (২৫) শনিবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে ধানক্ষেতে ইঁদুর তাড়ানো বিদ্যুতের তারে জড়িয়ে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা নাজমুলকে মৃত বলে ঘোষণা করেন। এ সময় আরও একজন আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সকালে নিহত নাজমুলের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
একইদিন সন্ধ্যায় জেলার হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সিদ্দিকুর রহমান খান (৩২) নামের এক যুবক মারা গেছে। সে ইন্দুরিয়া গ্রামের বাসিন্দা আলী বক্স খানের পুত্র ও গাছ ব্যবসায়ী ছিলেন। এ সময় তার (সিদ্দিকুর) সাথে থাকা আরও দুইজন আহত হয়েছেন।