নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় রোববার সকালে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল নয়টায় নগরীর সোহেল চত্বরের আওয়ামী লীগের দলীয় কার্যালয় সংলগ্ন অস্থায়ী বেদিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সহ-সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, বানারীপাড়া পৌরসভার মেয়র সুভাষ চন্দ্র শীলসহ আওয়ামী লীগ ও তার সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেছেন। শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একইদিন জেলার আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা এবং পৌর আওয়ামী লীগের উদ্যোগে শোকর্যালী, স্মরণসভাসহ ব্যাপক কর্মসূচি পালন করা হয়েছে।