নগরী ও জেলার গৌরনদী উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাত দশটার দিকে শেবাচিম হাসপাতালের চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। উভয়ের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, নগরীর সিঅ্যান্ডবি রোড ১ নম্বর পুল সংলগ্ন এলাকায় বালুবাহী বেপরোয়া ট্রাকের চাঁপায় নুরজাহান বেগম (৪৫) নামের এক পথচারী নারী মারা গেছে। সে উজিরপুর উপজেলার বাসিন্দা বজলু খানের স্ত্রী। স্থানীয়রা ঘাতক ট্রাকসহ চালকে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে।
একইদিন জেলার গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সুমিতা বেগম (৬৫) নামের এক নারী মারা গেছে। সে ওই এলাকার মৃত আবদুল মজিদ গাজীর স্ত্রী। শনিবার দুপুরে বাড়ির সামনের রাস্তা পারাপারের সময় আহত সুমিতাকে প্রথমে গৌরনদী ও পরে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।