বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এএসএম জুলফিকার হায়দারের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক তারেকুল ইসলাম তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা হাফিজুল ইসলাম নান্না, গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন তালুকদার মিন্টু, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, গারুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাখাওয়াত হোসেন পলাশ প্রমুখ। সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ নং ওয়ার্ডে আবদুস সাত্তার খান আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন।