মুলাদীতে আওয়ামী লীগের ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২জন আহত হয়েছে। রোববার জেল হত্যা দিবসের অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মুলাদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত নান্নু মল্লিক জানান গত ২ নভেম্বর মুলাদী সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৯নং ওয়ার্ড কমিটি গঠনের সময় দড়িচর লক্ষ্মীপুর গ্রামের করিম মুন্সীর ছেলে জামাল মুন্সী এবং একই গ্রামের মজিদ মল্লিকের ছেলে জলিল মল্লিকসহ বেশ কয়েকজন সভাপতি প্রার্থী হন। প্রার্থীদের সংখ্যা বেশি থাকায় ইউনিয়ন আ.লীগ নেতারা কমিটি ঘোষণা না দিয়ে একটি তালিকা প্রস্তুত করে ফিরে আসেন। জলিল মল্লিক মুলাদী সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য হওয়ায় রোববার সকালে জামাল মুন্সী ও তার লোকজন আপত্তি জানিয়ে উপজেলা আ.লীগ নেতাদের কাছে কাগজপত্র জমা দেন। বিষয়টি জানতে পেরে জলিল মল্লিক ক্ষিপ্ত হন এবং লোকজন নিয়ে উপজেলা আ.লীগ কার্যালয়ের সামনে এসে জামাল মুন্সীকে না পেয়ে তার সমর্থক মুলাদী সদর ইউপি সদস্য নান্নু মল্লিক ও তার লোকজনদের পেয়ে উপজেলা কমিটির কাছে কাগজ জমা দেওয়ার কারণ জানতে চায় এবং বাকবিতা-ায় জড়িয়ে পরেন। কথাবার্তার একপর্যায়ে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে নান্নু মল্লিক এবং জল্লিল মল্লিক গ্রুপের নূরুল ইসলাম রাঢ়ি আহত হয়। পরে উপজেলা আওয়ামী লীগ নেতারা উভয় গ্রুপকে শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে এবং আহতদের মুলাদী হাসপাতালে ভর্তি করা হয়।