আশাশুনিতে ছিনতাই ও অস্ত্রবাজীর মিথ্যা অভিযোগের প্রতিকার প্রার্থনা করে উপজেলা চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।
উপজেলার আইতলা গ্রামের মৃত ওয়াহেদ আলী সরদারের পুত্র রবিউর ইসলাম শান্ত ও মৃত নিজাম উদ্দিন গাজীর পুত্র মোজাম্মেল হক বাদী হয়ে লিখিত আবেদনে ও সাংবাদিকদের কাছে বলেন, তারা আওয়ামী রাজনীতির সাথে জড়িত। তারা কখনো অস্ত্রবাজী, চাঁদাবাজী, দুর্নীতি, ছিনতাইয়ের সাথে কখনো জড়িত ছিলনা, বর্তমানেও নাই। বিবাদী মহাজনপুর গ্রামের মৃত জাহাবক্স সরদারের পুত্র রেজাউল, মৃত মুজিবর সরদারের পুত্র ইয়াছিন, (পিতা অজ্ঞাত) বাবলু, দাদপুর গ্রামের সিরাজুলের পুত্র আজিজুল, আইতলার মৃত শুকুর আলির পুত্র নজুসহ তাদের সহযোগিরা ডলার চক্রের সক্রীয় সদস্য ও এলাকার চিহ্নিত অপরাধী। তাদের অপকর্মের বিরোধীতা করায় তারা তাদের (বাদী) বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করে আসছিল। একারণে তারা তাদের (বাদী) বিরুদ্ধে মিথ্যা ঘটনা সাজিয়ে ৩১ অক্টোবর চাঁদপুর প্রাইমারী স্কুলের গলিতে অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের চেষ্টার মিথ্যা অভিযোগ করেছে। এ সময় তারা তাদের (বাদী) আটক করে এবং অন্যরা পালিয়ে যায় এবং চেয়ারম্যানের কাছে পাঠানোর জন্য গ্রাম পুলিশ পলাশের কাছে তাদের ৪ জনকে হস্তান্তর করে, পথিমধ্যে তারা পালিয়ে যায় বলে খবর প্রকাশ করিয়েছে। অথচ ঐ দিন (৩১ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত তারা উপজেলা চেয়ারম্যান সাহেবের বাসা ও অফিসে ছিলেন জরুরী কাজে। এ ছাড়া তাদের বিরুদ্ধে ইতঃপূর্বে আড়াই লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগও করা হয়েছে। লিখিত অভিযোগে তারা জানান, ইউপি চেয়ারম্যান অস্ত্রবাজী ও আটকের ঘটনা সম্পর্কে কিছুই জানেননা। গ্রাম পুলিশ পলাশ জানিয়েছে, এমন কোন ঘটনা সে জানেনা এবং তার কাছে আটককৃতদের হস্তান্তরের ঘটনা মিথ্যা বলে জানিয়েছে। তাছাড়া সে ঐদিন ছুটিতে ছিল এবং চেয়ারম্যানও তাকে কোথাও পাঠাননি বলে জানিয়েছে। বিবাদীরা তাদেরকে চরম ক্ষতি ও হয়রানীর উদ্দেশ্যে পরিকল্পিত ভাবে ঘড়যন্ত্র শুরু করায় তারা (বাদী) উপজেলা চেয়ারম্যানসহ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।