আশাশুনি উপজেলার কাদাকাটিতে পাওনা টাকা না দেওয়ায় পাওনাদার শ্যালকের পিটুনিতে নিহত হয়েছেন ভগ্নিপতি পঞ্চরাম সরকার (৪২)। ঘটনা ঘটেছে শনিবার বিকালে তেঁতুলিয়া বাজারে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জন প্রতিনিধিসহ একাধিক সূত্রে জানাগেছে, মিত্র তেঁতুলিয়া গ্রামের গৌরপদ সানার পুত্র ধীরশান্ত সানা তার ভগ্নিপতি ঝিকরা গ্রামের মৃত কানাই লাল সরকারের পুত্র পঞ্চরাম সরকারের কাছে ৩ হাজার ৫ শ’ টাকা পেতেন। এনিয়ে অনেকবার বসাবসি হলেও ভগ্নিপতি টাকা শোধ করেননি। সবশেষ শনিবার (২ নভেম্বর) টাকা পরিশোধ করার কথা ছিল। এদিন বিকাল ৪.৩০ টার দিকে পঞ্চরাম টাকা দেবে বলে পাওনাদার ধীরশান্ত সানাকে বাড়ি থেকে ডেকে তেতুলিয়া বাজারে নিয়ে আসেন। টাকা লেনদের নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ধীরশান্ত সানা ভগ্নিপতি পঞ্চরাম সরকারকে মারপিট করতে থাকে। পঞ্চরাম শ্যালকের লাাথির আঘাতে মাটিতে লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়ার জন্য এম্বুলেন্সে খবর দেয়। অ্যাম্বুলেন্স আসার পূর্বেই তার মৃত্যু হয়। এরিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনাস্থানে রয়েছে। এসআই হাসানুজ্জামান জানান, লাশ নিহতের বাড়িতে আছে।