নড়াইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী সহ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে অভিনন্দন জানিয়ে লোহাগড়ায় আনন্দ মিছিল,মিষ্টি বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ নভেম্বর) দুপুরে শহরে এ মিছিল সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল-নাহিয়ান খাঁন জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য গত শুক্রবার চঞ্চল শাহারিয়ার মীমকে সভাপতি ও রকিবুজ্জামান পলাশকে সাধারণ সম্পাদক করে নড়াইল জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে শনিবার দুপুরে ছাত্রলীগ শহরে আনন্দ মিছিল করেছে।
মিছিল শেষে লক্ষীপাশায় পথসভায় বক্তব্য রাখেন শ্রমিকলীগ নেতা মিজানুর রহমান মিন্টু, নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শেখ ছগীর উদ্দিন সনেট, শেখ সাহিদুল ইসলাম, মুগ্ধ, রিদয়, সোহান শেখ, শেখ নাসিম, শেখ নাহিদ প্রমুখ।