বাগেরহাটের চিতলমারীতে ৫ হাজার ফলন্ত টমেটো গাছের চারা কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পুর্বশত্রুতার জের ধরে বাগেরহাটের চিতলমারী ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সীমান্তবর্তী পশ্চিম চরবানিয়ারী গ্রামের প্রতিপক্ষের লোকজন এঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
এঘটনায় শনিবার দুপুরে চিতলমারী থানার অফিরার ইনচার্জ মীর শরিফুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
টমেটো চাষি শামীম মোল্যা (৩৫) জানান, এ সীমান্তবর্তী এলাকায় যুগযুগ ধওে জায়গা জমিনিয়ে বিরোধ চলে আসছে।
শুক্রবার গভীররাতে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত তার মৎস্যঘেরের পাড়ে সাড়েতিন একর জমিতে রোপিত প্রায় ৫ হাজার ফলন্ত টমেটোর চারা কেটে দিয়ে যাবার সময় টোং ঘরে তার ঘুম ভেঙ্গে গেলে টর্চের আলোতে দুর্বৃদেও দেখতে পান। এরাহলো; পশ্চিম চর বানিয়ারীর মুজিবর সরদার, হালিম ফকির, নয়ন সরদার ও এবাদুল শিকদার। এ সময় তিনি ডাক চিৎকার দিলে তারা দ্রুত পালিয়ে যায়। একইরাতে পাশের জমিতে রোপিত লায়েক হোসেন মোল্যার ২০০০হাজার ও ইউনুস সরদারের ২৫০০ ফলন্ত টমেটোর চারাগাছ কেটে দেয় দুর্বৃত্তদল।
এব্যপারে চিতলমারী থানার অফিরার ইনচার্জ মীর শরিফুল হক জানান “সংবাদ পাওয়ার পরেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওখানে দুই উপজেলার সীমানা নিয়ে দীর্ঘদিনের সমস্যা রয়েছে। তারই জের ধরে এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। ভুক্তভোগীরা অভিযোগ করলে এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।