আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল কেন্দ্রে জে এস সি পরীক্ষা দিয়েছে ৪৬৭ জন। শনিবার পরীক্ষা শুরু হয়েছে।
কেন্দ্রের আওতায় ৯ টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮০ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ গ্রহনের কথা ছিল। কিন্তু ১ম দিন ১৩ জন অনুপস্থিত থাকায় পরীক্ষা দিয়েছে ৪৬৭ জন। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন কলেজের অধ্যক্ষ ড. শিহাব উদ্দিন। হল সুপার সুব্রত মন্ডল, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু সেলিম। চিকিৎসক হিসাবে আছেন এস এম আঃ ছাত্তার। পরীক্ষায় পিতার মৃত্যুর শোক বুকে নিয়ে পরীক্ষা দিচ্ছেন চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র দুর্জয় সরকার। পরীক্ষা শান্তিপূর্ন ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।