আশাশুনি উপজেলার বুধহাটায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৯ লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়া গ্রামের আঃ রহমান গাজীর পুত্র সোলাইমান হোসেন বাবু কুঁন্দুড়িয়া বিলে ১০ বিঘা জমিতে দীর্ঘ দিন যাবৎ মৎস্য চাষ করে আসছেন। চলতি বছরে প্রচুর পরিমান ছাটি চিংড়ী ছেড়েছেন। শুক্রবার দিবাগত রাত্র ১২ টার দিকে ঘের মালিক ঘের থেকে বাড়িতে ফেরেন। এরপর কে বা কারা ঘেরে বিষ প্রয়োগ করলে ঘেরের সমুদয় মাছ মরে ছটফট করতে তাকে। শনিবার সকালে ঘের মালিক ঘেরে গিয়ে দেখেন মাছ মরে ভাসছে, কিছু মাছ ছটফট করছে। জাল দিয়ে মাছ ধরে নেওয়ার চেষ্টা করলেও ততক্ষনে ৯ লক্ষাধিক টাকার মাছ মরে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছিল।