আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে ৪টি ওয়ার্ডে আওয়ামী লীগের সদস্য যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার এ যাচাই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
গোঁদাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শোভনালী ইউনিয়নে ৮ ও ৯নং ওয়ার্ড আ.লীগ সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ তালিকা যাচাই বাছাই করা হয়। অপর দিকে সন্ধ্যায় খলিসানী ও বালিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ চত্বরে ৬ ও ৭ নং ওয়ার্ডের সদস্য যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করা হয়। সভাপতিত্ব করেন শোভনালী ইউনিয়ন আ.লীগ সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক ম. মোনায়েম হোসেন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আ.লীগ সহ-সভাপতি সদস্য পদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম মোল্যা। সদস্য সংগ্রহ আহ্বায়ক কমিটির উপজেলা আ.লীগ সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ বাচ্চু ও যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলীর পরিচালনায় সভায় বিশেষ ছিলেন, উপজেলা আ.লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সদস্য সংগ্রহ কমিটির সদস্য জগদীশ চন্দ্র সানা, সহদপ্তর সম্পাদক রাজু আহম্মদ পিয়াল, সদস্য মেম্বর নজরুল ইসলাম গাইন, সদস্য গাজী সালাহ উদ্দীন বকুল, আছাদুজ্জামান আছাদ, ইউনিয়ন আ.লীগ সেক্রেটারী সঞ্জয় কুমার দাশ, আলকেজুর রহমান, আবদুল করিম মোড়ল, আবদুল জব্বার সরদার, হরিপদ দাশ, হাবিবুর রহমান হবি, মুনছুর আলী, মিজানুর রহমান মিজান, আছাদুজ্জান খোকন, আলমগীর হোসেন, ফারুক হোসেন, শাহাদাৎ হোসেন টিটল, আবদুল জলিল আলমগীর হোসেন, আজমির হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নতৃবৃন্দ।