আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে কয়লা ভাঁটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) উপজেলার বড়দলে এ কে এস ভাটায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের নজরুল ইসলাম সরদার বড়দলের কপোতাক্ষ নদের চর ভরাটি জমিতে ৫টি কয়লা ভাঁটা স্থাপন করেন। তার পুত্র আঃ কাদেরের পরিচালনায় ভাটায় অবৈধভাবে কাঠ জ¦ালিয়ে কয়লা তৈরি করা হচ্ছিল। ফলে এলাকার পরিবেশ বিনষ্টের পাশাপাশি এলাকার বৃক্ষ নিধনের মাধ্যমে সরাকারি বিধি নিষেধ অমান্যের ঘটনা ঘটান হচ্ছিল। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা রনজিৎ মন্ডল, এসআই পিযুষ কান্তি ও ইউপি সদস্য হরেন্দ্র নাথ শীলকে সাথে নিয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্টে ভাঁটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভাঁটা থেকে ৮০০ মন কাঠ ও অনুমান ১০০ বস্তা কয়লা সরকারি কোষাগারে জব্দ করা হয়।