বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিন্তা, চেতনা ও তার দর্শনই দেশের উন্নয়নকে তরাণি¦ত হয়েছে বলে মন্তব্য করেছেন রংপুর বিভাগীয় কমিশনার কে.এম তারিকুল ইসলাম। তিনি বলেছেন, বঙ্গবন্ধুর প্রতিটি ভাষণ এদেশের উন্নয়নের পক্ষে। তার বক্তব্য শুনলে আমরা নিজেদের দায়িত্ববোধ সম্পর্কে জানতে পারি। তিনি তো নিজের কথা ভাবেন নি, দেশের কথা ভেবেছেন। দেশকে এগিয়ে নিতে উন্নয়নের কথা ভেবেছেন। বর্তমান সরকার বঙ্গবন্ধুর দর্শন অনুসরণ করে দেশকে উন্নয়নের মহাসড়কে আনতে সক্ষম হয়েছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে রংপুর টাউন হল মঞ্চে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ও রংপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান তুষার কান্তি মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, সমবায়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মোহাম্মদ আমীর আজম, জেলার উপ নিবন্ধক মুহাম্মদ শাহীনুর ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে দেশের সবক্ষেত্রে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিসহ বেকার সমস্যা দূরীকরণে সকলকে সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হবার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, দারিদ্র বিমোচন, নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন সমবায়ের বিকল্প নেই। আমরা কোন না কোনভাবে সমবায়ের মধ্যে আছি। এখন সময় এসেছে নিজেদেরকে প্রকৃত সমবায়ী হিসেবে গড়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার।
আলোচনা অনুষ্ঠান শেষে সঞ্চয় ও ঋণদান ক্যাটাগরিতে কনফিডেন্স সেভিংস এ- ক্রেডিট কো-অপরারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ও সাবেক সেনা সদস্য আফজাল হোসেনকে সহ এ বছরের সেরা সাত সমবায় সমিতি ও সমবায়ী সংগঠকের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়।
এরআগে দুপুর সাড়ে এগারোটায় কেন্দ্রীয় সমবায় ভবন চত্বর থেকে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানে ৪৮তম জাতীয় সমবায় দিবসের একটি বর্ণিল র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রংপুর টাউন হলে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সমবায় সমিতির কর্মকর্তা, সমবায়ী সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।