দিজোঁর মাঠে হারের পেছনে প্রথমার্ধে নিজেদের বাজে পারফরম্যান্সের দায় দেখছেন পিএসজি কোচ টমাস টুখেল। এমন ভাবে খেললে যে কোনো কিছু হতে পারে বলে শিষ্যদের সাবধান করে দিয়েছেন তিনি। লিগ ওয়ানে শুক্রবারের ম্যাচে কিলিয়ান এমবাপের গোলে শুরুর দিকে এগিয়ে যাওয়ার পর বিরতির ঠিক আগে ও দ্বিতীয়ার্ধের শুরুতে গোল হজম করে পিএসজি। লিগে এই নিয়ে তিন মাচ হারল গতবারের চ্যাম্পিয়নরা। পুরো ম্যাচে পিএসজি কখনোই খেলার নিয়ন্ত্রণ নিতে পারেননি বলে মনে করেন টুখেল। “আমার মনে হয়, আমরা প্রথমার্ধেই ম্যাচটা হেরে গেছি কারণ সে সময় আমরা মাত্র তিনটি শট নিতে পেরেছি। যেখানে দ্বিতীয়ার্ধে আমরা ১৭টি শট নিয়েছি-ব্যবধানটা অনেক বড়। “প্রথমার্ধে আমরা অনেকটা নিষ্ক্রিয় ছিলামৃকখনোই খেলার নিয়ন্ত্রণ আমাদের কাছে ছিল না। আমরা গতিময় ফুটবল, ইতিবাচক মানসিকতায় খেলতে পারিনি। ভুল থেকে শিক্ষা নিয়ে দল হিসেবে পারফর্ম করতে না পারলে যে কোনো কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করে টুখেল। “আমরা যদি এভাবে খেলি, তাহলে যে কোনো কিছু হতে পারে-এটাই ফুটবল। মানুষ বলে, আমরা অন্য একপর্যায়ে ছিলাম। তবে সেটা তখনই সম্ভব, যখন আমরা নিজেদের শতভাগ দিয়ে খেলি।”