কিশোরগঞ্জের কটিয়াদীতে 'রক্তের জাত নেই, দৃষ্টিতে মৃত্যু নেই' স্লোগানে কটিয়াদী রক্তদান সমিতির উদ্যোগে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরনোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে এক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক বদরুল আলম নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আইন উদ্দিন।
বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সঞ্জয় দাস, মুন্সী আবদুল হেকিম কারিগরি কলেজের অধ্যক্ষ একেএম ফজলুল হক জোয়ারদার আলমগীর, সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন, রফিকুল হায়দার টিটু, কবি আব্দুল্লাহ আল মামুন, হোমিও চিকিৎসক মাহবুবুর রহমান, ছাত্রনেতা সাকিবুল হাসান সোহাগ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারি নাজিরুল ইসলাম সবুজ, আমান উল্লাহ, ইমরান হোসেন, আশরাফিজুর রহমান হৃদয়, রিয়াদ মাহমুদ, আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম রাফি, শাহরিয়ার হোসেন রিপন, সীমান্ত পোদ্দার, নবজিৎ সাহা, রাজিব, রাকিবুল আলম সিয়াম, আকিব আহমেদ শুভ, মোস্তাফিজুর রহমান রাব্বুল, মাহফুজ আহমেদ, সাকিব আল হাসান বিল্লাল, শাহীন আহমেদ, সজিব, সজিব আহমেদ শরীফ, জাহিদুল ইসলাম নয়ন, মাকসুদুল হাসান রকি, আমানুল হোসেন চন্দন, রাকিব হাসান প্রমূখ।
বক্তারা বলেন, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাংয়ের প্রভাব থেকে যুব সমাজকে মুক্ত রাখার উপায় হিসেবে স্বেচ্ছায় রক্তদানের বিকল্প নেই। তাই সকলের উচিত এতে সম্পৃক্ত হওয়া। বিশেষ করে তরুনদের এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে উপস্থিত ৫০জন তরুণ স্বেচ্ছায় রক্তদানে সেঞ্চুরী করার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া মরনোত্তর চক্ষুদান বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান।