গৃহায়ন ও গন পূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম বলেন, একজন মানুষ তার সৎ কর্মের মাধ্যমে মৃত্যুর পরও পৃথিবীতে বেঁচে থাকতে পারেন। একজন সৎ সাংবাদিক দেশ ও জাতির জন্য বড় ধরনের সম্পদ। আর সে রকম একজন সম্পদ ছিলেন মরহুম সাংবাদিক শেখ জাকির আহম্মেদ। জীবদ্দশায় তিনি তার নিজের সুখ-শান্তির কথা ভুলে গিয়ে এলাকার মানুষের উন্নয়নে নিবেদিত ছিলেন। তিনি লেখনির মাধ্যমে এলাকার সমস্যা তুলে ধরতেন। তিনি কখনো টাকার জন্য ছুটতেন না, সংবাদের পিছনে ছুটতেন। শুক্রবার রাতে পিরোজপুরের নাজিরপুর প্রেসক্লাবে ওই প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রবীন সাংবাদিক শেখ জাকির আহম্মেদের মৃত্যুতে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় জেলার নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী শ.ম রোজাউল করিম মরহুম সাংবাদিক শেখ জাকির আহম্মেদের ২পুত্র ও স্ত্রীর সার্বিক দায়িত্বভার গ্রহন করেন। শুক্রবার রাতে নাজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাবের হলরুমে প্রবীন সাংবাদিক শেখ জাকির আহম্মেদের মৃত্যুতে এক শোক সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। পেসক্লাবের সভাপতি এইচ এম লাহেল মাহমুদের সভাপতিত্বে ও ক্লাবের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এসএম রোকনুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম সাঈদ, সাধারন সম্পাদক ফিরোজ আহম্মেদ, প্রায়ত: সাংবাদিক শেখ জাকির আহম্মেদের ছোট চাচা মাওলানা শেখ মো. মনিরুজ্জামান প্রমুখ। এ সময় ওই আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মরহুম সাংবাদিক শেখ জাকির আহম্মেদের স্ত্রী, ২পুত্র ও স্বজনেরা। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক মো. মোশারেফ হোসে খান, কৃষকলীগের কেন্দ্রীয় নেতা মো. আতিয়ার রহমান চৌধুরী নান্নু, জেলা পরিষদের সদস্য মো. সুলতান মাহমুদ খান প্রমুখ। পরে মরহুম প্রবীন সাংবাদিক শেখ জাকির আহম্মেদের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উল্লেখ্য, গত ২৪অক্টোবর বিকাল সোয়া ৩টার সময় দৈনিক পিরোজপুরের কথা পত্রিকার উপদেষ্টা সম্পাদক ও নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক প্রবীন সাংবাদিক শেখ জাকির আহম্মেদ উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌটাইমহল গ্রামের নিজ বাড়িতে বসে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ ---------রাজেউন)। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকের পিরোজপুর প্রতিনিধি হিসাবে কাজ সহ বরিশালের ও পিরোজপুরের বিভিন্ন দৈনিকের বিভিন্ন গুরুত্বপূর্ন পদে প্রায় ৪০ বছর ধরে কাজ করেছেন।