কালীগঞ্জে অভিনব কায়দায় যাত্রীবেশে অটোরিকশা ও মোবাইল ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে। থানায় লিখিত অভিযোগের ৬ দিন অতিবাহিত হলেও মোবাইল ফোন ও অটোরিকশা উদ্ধার করতে পারেনি পুলিশ বলে অভিযোগ করেন ভুক্তভোগী। ঘটনাটি শনিবার সকালে কালীগঞ্জ পৌরসভার চৌড়া-বড়নগর রোডের কালীগঞ্জ ডায়াগনষ্টিক ও হাসপাতালের সামনে ঘটে।
অটোরিকশার মালিক তারাজউদ্দিন জানায়, উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া মিশন এলাকায় পৌছলে র্যাবের কর্মকর্তা পরিচয়ে যাত্রীবেশী এক ছিনতাইকারী কালীগঞ্জ ডায়াগনষ্টিক ও হাসপাতালে ভর্তি রোগী দেখতে যাওয়ার নামে তার অটোরিকশায় উঠে। পরে চালক তাকে নিয়ে কালীগঞ্জ ডায়াগনষ্টিক ও হাসপাতালের সামনে যায়। এ সময় ছিনতাইকারী সুকৌশলে চালককে বলে তোমার মোবাইল ফোনটা দেও আমি হাসপাতালের ভেতরে আমার আত্মীয়কে ফোন দিব। পরে চালককে হাসপাতালের ভিতরে গিয়ে তার আত্মীয়কে ডেকে আনতে বলে। চালক সরল বিশ্বাসে হাসপাতালে গেলে যাত্রীবেশী ওই ছিনতাইকারী মোবাইল ও অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। অটোরিকশার মালিক ঐদিনই কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ সংক্রান্ত বিষয়ে অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই রেজাউল করিম-১ অটোরিকশা ছিনতাই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অটোরিকশার কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে তদন্তের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে।