“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে ৪৮তম জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিবলী সাদিক এর সভাপতিত্বে উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড, মো. মাকসুদ-উল আলম খান, উপজেলা কৃষি কর্মকর্তা এস আবু নাদের সিদ্দিকী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মির্জা ফারজানা শারমিন। এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু ইউসুফ ভুইয়া, মঠবাড়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনসহ বিভিন্ন সমবায় সমিতির সমবায়ীগণ। পরিশেষে উপজেলার তুমুলিয়া সমবায় সমিতির ক্ষুদে নৃত্য শিল্পীবৃন্দ সুরের তালে নৃত্য পরিবেশন করেন।