দেবহাটায় ৪৮ তম জাতীয় সমবায় দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার সকাল ১০ টায় জাতীয় সমবায় দিবসের একটি র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে সমবেত হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবদুল হাই রকেট, উপজেলা ইউসিসিএর চেয়ারম্যান ও ইউপি সদস্য আবুল কাসেম, উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, কুলিয়া পূর্বপাড়া কৃষি ও সেচ উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি বাসুদেব মন্ডল, দেবীশহর দুগ্ধ উৎপাাদন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মহানন্দ সরকার ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আবদুর রব লিটু। এ সময় অন্যান্যের মধ্যে দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পা, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক মালতী রানী, সেলিনা খাতুন, দেবহাটা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ কুমার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, অনিক ফাউন্ডেশনের পরিচালক আবু সাঈদসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি /সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১০ টি সফল সমবায় সমিতি এবং ৪ জন সফল সমবায়ীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।