দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ক্ষেত থেকে ফেলানী বেগম নামে এক গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার দিবাগত রাতে ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী নয়াপাড়া গ্রামের সন্নিকটে ধানক্ষেত থেকে এই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত: গৃহবধু ফেলানী বেগম (৩০) ফুলবাড়ী পৌর এলাকার কাটাবাড়ী নয়াপাড়া গ্রামের আশিকুর রহমানের স্ত্রী ও একই এলাকার মৎস্য ব্যবসায়ী গোলাম মোস্তাফার মেয়ে।
ফেলানীর পরিবার সাংবাদিকদের জানায়, ফেলানী বেগম প্রতিদিনের ন্যায় শুক্রবার বিকাল ৪টার দিকে ছাগলের ঘাস কাটার জন্য ও চরার জন্য পার্শবর্তি ধান ক্ষেতে যায়। এরপর আর বাড়ী ফিরে নাই। অনেক খোজাখুজির পর সন্ধা ৬টার দিকে প্রতিবেশিরা ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে বাড়ীতে খবর দেয়।
ফুলবাড়ী থানার ওসি মোঃ ফকরুল ইসলাম বলেন, লোকমুখে খবর পেয়ে ধানক্ষেতে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোট এলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।