সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারী গৃহ শ্রমিক নির্যাতন ও হত্যা বন্ধের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণসহ প্রবাসে কর্মরত সকল শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং বাংলাদেশে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবিতে নগরীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার বেলা ১১ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে গণসংহতি আন্দোলন জেলা কমিটির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-ছাত্র ফেডারেশনের জেলা শাখার আহবায়ক নবীন আহমেদ, সদস্য রাইদুল ইসলাম সাকিব, সাকিবুল ইসলাম শাফিন, আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন, নাসরিন সুলতানা প্রমুখ। বক্তারা বাংলাদেশের নারীদের বিদেশে না পাঠিয়ে এ দেশে কর্মসংস্থানের ব্যবস্থা চালু করার জন্য সরকারের প্রতি জোর দাবি করেন।