কচুয়ায় ৪৮তম জাতীয় সমবায় দিবস -২০১৯ যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষ্যে জাতীয় পতাক্,া সমবায় পতাকা উত্তোলন, র্যালী ও এক আলোচনা সভা শনিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমিন ফারহানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমাউন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহম্মেদ, উপজেলা যুব উন্নায়ন কর্মকর্তা মোঃ জাহিদুর রহমান,উপজেলা প্রোগ্রাম কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,কচুয়া টেংরাখালী পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান,কচুয়া আইডিয়াল সমবায় সমিতির সভাপতি মীর আওসাফুর রহমান মারুফ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সভাপতি বাধাল মানব কল্যাণ সমবায় সমিতি অধ্যাপক সুশান্ত কুমার কুন্ডু,সভাপতি শিক্ষক কর্মচারী সমবায় সমিতি সেখ সরোয়ার হোসেন, সভাপতি ক্ষুদ্র ঋণ সমবায় সমিতি মোঃ ময়নুল ইসলাম,সভাপতি বাচাঁর আশা সমবায় সমিতি খান মারুফ হোসেন,মোঃ তুহিন খান,রিঙ্কু সরদার সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি সম্পাদকবৃন্দ। এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন”।