পিরোজপুরের কাউখালীতে দুইটি ভেন্যুতে জেএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সরকারি বালক ও বালিকা বিদ্যালয় কেন্দ্রে বাংলা বিষয়ে ৮০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ছাত্র ৩৭৮ ও ছাত্রী ৪২৯ জন। অনুপস্থিত ছিলো ১৪জন। অন্যদিকে কাউখালী কেন্দ্রীয় আলিম মাদ্রাসা কেন্দ্রে ৩১৪ জন জেডিসি পরীক্ষার্থী কুরআন মাজীদ বিষয়ে অংশগ্রহণ করে। এদের মধ্যে ছাত্র ১৬৮ ও ছাত্রী ১৪৬ জন। অনুপস্থিত ছিলো ১৭জন। পরীক্ষার কেন্দ্রগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা পরিদর্শন করেন।