কুমিল্লার হোমনায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে শনিবার র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়েছে। জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনশেষে সদরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরিষদ চত্ত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে ‘বঙ্গবন্ধুর দর্শন. সমবায়ে উন্নয়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী বলেন, সমবায় আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষাপটে একজন দরিদ্র মানুষকে এক এক করে সাহায্য করে বেশীদূর উন্নয়ন করা সম্ভব নয়। সমবায়ের ভিত্তিতে স্ববলম্বী করার চিন্তা করেছেন। মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঋণের ব্যবস্থা করেছেন। বক্তব্যের শুরুতেই তিনি সাংবাদিকদের বন্ধু সম্বোধন করে ভালো-মন্দ এবং সঠিক সংবাদটি পরিবেশন করার অনুরোধ করেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. ফজলে রাব্বী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন, হোমনা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী ইলিয়াস, পৌর যুব লীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স প্রমুখ।
শেষে উপজেলার টেকের হাট এবং ঘনিয়ারচর আশ্রায়ণ প্রকল্পের চারটি দলে ভাগ করে ২০ জনের মাঝে মোট আড়াই লাখ টাকার আশ্রায়ণ প্রকল্প ঋণের চেক বিতরণ করা হয়।