৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে রংপুরে সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে প্রেসক্লাব মোড়স্থ জেলা সমবায় ব্যাংক থেকে একটি বর্ণঢ্য সমবায় র্যালী বের হয়ে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে টাউন হল চত্বরে এসে শেষ হয়। পরে টাউন হলে ”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার কমিশনার কে, এম,তারিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃআব্দুল আলীম মাহমুদ, জেলা প্রশাসক মোঃ আসিফ আহসান, রংপুর বিভাগীয় যুগ্ম-নিবন্ধক মোহাম্মদ আমির আযম।উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান তুষার কান্তি মন্ডল।এতে জেলার বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা ও সদস্য, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে জেলার পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে কনফিডেন্স সেভিংস এ- ক্রেডিট কো-অপরারেটিভ সোসাইটি লিমিটেড এর সেক্রেটারী আফজাল হোসেনসহ ৭ শ্রেষ্ঠ সমবায় সমিতির প্রতিষ্ঠানের মধ্যে সম্মাননা স্বারক প্রদান করা হয়।