আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে শুক্রবার স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত। তৃনমুল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করতে বর্নচোরা ও হাইব্রীড লোকজন বাদ দিয়ে ফিরোজ সিকদারকে সভাপতি ও গোলাম নবীকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন করা হয়েছে।
ফিরোজ সিকদারের সভাপতিত্বে সন্মেলনে বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা অমূল্য রতন হালদার, আওয়ামী লীগ সহ-সভাপতি নিত্যানন্দ মজুমদার, আওয়ামী লীগ নেত্রী ও ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, শ্রম বিষয়ক সম্পাদক ফরহাদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ লাহেরী উজ্জল, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, সাধারণ সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ।