বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলাহাট উপজেলা প্রশাসান ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ২ নভেম্বর শনিবার সকাল ১০টার দিকে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৪৮তম সমবায় দিবস অনুষ্ঠিত হয়। দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে র্যালিটি শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ¦ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাব্বুল হোসেন, ভাইস চেয়ারম্যান গরিবুল্লাহ দবির, জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আ.লীগ সহসভাপতি আবদুল খালেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, সমবায়ি জিন্নুর, ওয়াসিম আলী,আব্দুস সামাদসহ অন্যরা। এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল আলিম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সমবায় অফিসে কর্মরত রেজাউল করিম। পরে অতিথি ও সমবায়িদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।