দিনাজপুরের চিরিরবন্দরে সুশৃংখলভাবে নকলমুক্ত পরিবেশে জেএসসি, জেডিসি ও ভোকেশনাল পরীক্ষা শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় মোট ৭ টি কেন্দ্রে জেএসসি পরিক্ষায় ৬ হাজার ২ শত ৮৫ জন, জেডিসি পরিক্ষায় ১ হাজার ১৭ জন ও ভোকেশনাল ২ শত ৩০ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করেছে। চিরিরবন্দর সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম রব্বানী বলেন, উপজেলার সকল কেন্দ্রে নিরাপদ পরিবেশ বিরাজমান রয়েছে। সকল কেন্দ্রে চৌকস কর্মকর্তাদের ট্যাগ কর্মকর্তা নিয়োগ দেয়া আছে। চিরিরবন্দর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ট্যাগ কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম বলেন, কেন্দ্রে স্বাভাবিক পরিবেশ রয়েছে। নকলমুক্ত পরিবেশে পরিক্ষা অনুষ্ঠিত হচ্ছে।